চিরোটা কাল ভালোবাসার কবিতা লিখেছি_তবু তাহারি অপূর্ণতা রয়ে গেছে,
একের পর এক শব্দ বুনে বুনে ছন্দ তাল খোঁজে গিয়েছি ,
লিখেছি প্রেমের কবিতা ।
যে নারীর ভালোবাসাকে অনুভব করে লিখেছে এতকাল
তারা বুঝেনি কবির মনের হাল ।
জেগেছি কত রাত_লিখেছি তার নামে কিছু ভালোবাসার প্রলাপ,


তারা শুনেছে_তারা হারিয়েছে কবিতার শব্দে,গল্পে
কিন্তু তারা ফিরে তাকাইনি কবির দিকে,
হৃদয়ে তার_তারা দেখতেও চাইনি,
কবির এই লেখা শব্দগুলো আপনার হৃদয় নিংরানা ।


আচ্ছা,কবির চাওয়া পাওয়া বা কিসের
তবুও যেন হৃদয় চায়, কেউ একজন হাত বুলিয়ে শুষ্ক হৃদয়ে কে ভিজিয়ে দিক ।
খুব কাছে এসে শুনুক কবির মনের কথা,
যখন আকাশ পানে তাকিয়ে আবেগ ভার আক্রান্ত হৃদয় নিয়ে
কোন এক কল্পনার বন্ধনে জড়িয়ে ব্যথিত_কেউ এক সঙ্গী হোক এ সময়ের ।
কেন,কেনই বা এত চাওয়া পাওয়ার  আকাঙ্খা,
কবিদের যে এসব থাকতে নেই ।


ভালোবাসা না পেয়ে ম্লান হয়ে কবি আজো লিখছে,
হৃদয়ে বেদনা আজ আকাশের মত সুবিস্তীর্ণ ।
ক্লান্ত প্রাণ নিয়ে কবি আজও বসে আছে_সে হয়তো ভাবছে ,
কবিতার মলিন সৌরভময় শব্দ দিয়ে কত জনেরই বা হৃদয়ের ছুঁতে পেয়েছি ।
হয়তো পারিনি_তাই কেউ এখনো বলেনি  ভালোবাসি ।।