আজ  ফাল্গুনের যে হাওয়া আমে মুকুলের ঘ্রাণ ছড়াচ্ছে
আগমনী চৈত্রে সে হাওয়াই পথের ধুলো মাখিয়ে দিবে সর্বত্রই
স্বচ্ছ সবুজ রং হয়ে যাবে ধূসর
পথঘাট শুকিয়ে খাঁ খাঁ করবে


এমনি সময়ে একদিন বৈশাখ আসবে
দমকা হাওয়া_মেঘের গম্ভীর গর্জন নিয়ে
কালবৈশাখী ঝড় আর বৃষ্টি ধুয়ে দিবে সব ধূসর রং
মনে হবে যেন প্রকৃতি কেবলি স্নান সম্পন্ন করল


কালবৈশাখী ঝড়ে কারোবা উড়ে গেছে ঘরের চাল
আবার কারো বা ঘরের উপর  ভেঙে পড়েছে  গাছ
কেউবা করবে আর্তনাদ "হে খোদা কি সর্বনাশ হয়ে গেল আমার"
আবার কেউবা মনের আনন্দে কুড়বে ঝড়ে_ঝরে পড়া কাঁচা পাকা আম