সুখে আমি যতটা না সুখী,
দুঃখে আমি তার চেয়েও বেশি দুঃখী।
আর এই প্রবল দুঃখই-
আমার প্রকৃত সুখের কারণ।
সুখের ব্যাপ্তিকাল নিতান্তই সামান্য,
দুঃখের তার বিপরীত, অসামান্য।
তাই বোধহয় সুখে আমার কবিতা হয় না, দুঃখ লাগে।
দুঃখ পাওয়াটাই তাই এখন নেশা হয়ে উঠেছে-
ইচ্ছে করেই দুঃখ পাই, পেতে ভাল লাগে,
দুঃখেই ডুবে থাকতে ইচ্ছে করে।
মাঝে মাঝে হয়তো ভীষণ দমবন্ধ লাগে,
কিন্তু দমবন্ধকরা এই মুহূর্তগুলোই যে অনন্য!
দম নেয়া মুহূর্তগুলোর এই অনন্যতা নেই।
তাই সবার যেখানে সুখি হতে সুখ লাগে,
আমার সেখানে দুঃখ লাগে।