আঙুলে আঙুলে আড়ি,
চোখে সমুদ্র পাড়ি।
গাল ভর্তি দাড়ি,
মাথার ভেতর বাড়ি।
বাড়িতে আজ ডাকাত পড়েছে,
লুট হয়েছে, সব হয়েছে,
ডজন খানেক খুন হয়েছে।
কেহ নাহি খবর পেয়েছে।
তছনছ সব লন্ডভন্ড,
গলার ভেতর গলগন্ড।
একটু নিচে বাজে ছন্দ,
ছন্দে ছন্দে বাঁধে দ্বন্দ্ব।
ছন্দে নেই অন্ত্যমিল,
মিলে মিশে হয়েছে অমিল।
তাতেই যে হয়েছে নীল
কী মুশকিল! কী মুশকিল!