দুঃখ ভোলার দিন,
প্রাণ পাখি বাজায় বিন।
শহরের শেষ বটতলাটায়।
হাট বসেছে।


কিশোরী মেয়ে চটপট
অবিরাম খিলখিল হেঁসে যায়।
বালকেরা দল বেঁধে
যাচ্ছে মেলায়।


সাত রঙ্গা রামধনু ঝিলমিল
বাতাসে ফিসফিস আনন্দ
মিলনের ঢল নেমেছে।
সবাই ঈদের সাজে সেজেছে।


প্রিয়জন ছাড়া একলা একা,
ঈদ যেন তার তরে সর্বনাশা।
ঈদের আমেজ সবখানে
নেই শুধু একাকী বন্দী জানালায়।