সোনার হরিণ সুখ আসে নাকো শর্তে!
বিশ্বাস এবং প্রেম, সুখের আকর-
এ শাশ্বত বাণী তারা বোঝে নাতো মর্ত্যে,
নেশাগ্রস্ত যেন, সুখ খোঁজে নিরন্তর।
গরীব স্বামীর কাছে চায় অর্থ-কড়ি,
ধনীর নিকটে খোঁজে প্রেম-ভালোবাসা।
অপূর্ণ বাসনা নিয়ে করে আহাজারি;
ভাবে তারা, এ জীবন কেবলি দূরাশা।


সুখ পেতে চাও যদি চাহিদা কমাও,
সন্তুষ্টির চেতনাকে বিসারিত করো।
চিরসঙ্গীর সামর্থ্য অনুযায়ী চাও,
ভালোবাসা আর প্রেমে হাতখানি ধরো।
খেলে যাবে মর্ত্যলোকে সুখের হরিণ,
বিশ্বাসের রঙে হবে জীবন রঙিন।


০২/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।