আজ, ০২ অক্টোবর, ২০২১; শনিবার বাংলাদেশে সময় সন্ধ্যা ৮-০০ ঘটিকা এবং ভারতীয় সময় সন্ধ্যা ৭-৩০ মিনিটে বাংলা কবিতা ডটকম-এর কবিদের একটি অনলাইন (ভার্চুয়াল) সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আমাদের মাঝে পরস্পর পরিচত হয়ে সাহিত্য বিষয়ে বিভিন্ন আলাপ-আলোচনা করেছি। অনলাইনে সংযুক্ত সকল কবিই নিজের লেখা কবিতা স্বকণ্ঠে আবৃত্তি করেছেন। আজকের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলাম আমি কবীর হুমায়ূন। আজকের অনুষ্ঠানে উপস্থিত কবিগণ ছিলেন-


সর্বকবি,
আশরাফুল হক মহিন
জাহাঙ্গীর আলম অপূর্ব
মণীষ
আলমগীর সরকার লিটন
বিশ্বজিৎ শাসমল(স্বপ্নচর)
সুদীপ্তা চৌধুরী
জাকির হোসেন বিপ্লব
সুমিত্র দত্ত রায়
বেগম সেলিনা খাতুন
পল্লব আশফাক (এডমিন)
মোঃ বুলবুল হোসেন
নরেশ বৈদ‍্য
এম নাজমুল হাসান
বিভূতি দাস
ফরিদ হাসান
আলহাজ্জ মোহাম্মদ শফি
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
দীপঙ্কর বেরা
মুহাম্মদ মনিরুজ্জামান ও
কবীর হুমায়ূন


আড্ডা, আলোচনা এবং কবিতা আবৃত্তি চলে প্রায় দুঘন্টা। বাংলা কবিতা ডটকম ওয়েবসাইট প্রসঙ্গে প্রধান এডমিন, আশফাকুর বহমান পল্লবের কাছে কবিতার আসরের কিছু সমস্যার কথা এবং কিছু পরামর্শ তুলে ধরা হয়। এডমিন সে সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ওয়েবসাইটকে আরো কবি-বান্ধব করে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।  অতপর, পরস্পর পরস্পরের থেকে বিদায় নিয়ে রাত দশটায় পর গুগল মিটের অনুষ্ঠান শেষ হয়। এরই মাঝে সকলেই তাদের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এক বাক্যেই বলেছেন, দূরে থেকে কাছে থাকার অনুভূতিতে সকলেই আনন্দিত এবং আপ্লুত।  এহেন অনুষ্ঠান নিয়মিতভাবে হওয়ার  প্রতি সকলেই আগ্রহ প্রকাশ করেছেন। তাই, আগামী শনিবার ০৯/১০/২০২১ তারিখে যথাসময়ে আবার  অনলাইনে (ভার্চুয়াল) আনন্দমেলা করার আশ্বাস রেখে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।