দুঃখের বারুদ থেকে জ্বলে উঠে বহ্নিমান শিখা-
মর্মঘাতক নিষাদ। তমিস্র আশার অহমিকা
প্রতিটি নিঃশ্বাসে জাগে, সৃষ্টি করে বহ্ন্যুৎসব;
ক্রমাগত নিস্পৃহতা বাড়ায় ভুলের অবয়ব।
দুঃখের নিজস্ব তাপে নিরন্তর পোড়ে অনুতাপ,
আলোর চিৎকার শুনি; মনে হয়, রূঢ অভিশাপ
কোলাহল করে যায়; এ দেহের ভেতরে-বাহিরে
বহায় রক্তের স্রোত পাথরের শক্ত বুক চিরে।


এই বিবর্ণ আত্মার ভালোবাসা স্মৃতির জঞ্জাল;
কুয়োর জলের মতো নিস্তরঙ্গ রয় চিরকাল।
সেখানে প্রত্যহ পোড়ে পোঁয়াতি ধানের শস্যভূমি,
তুমি কখনোই দুঃখ বুঝবে না, ভেঙে গোয়ার্তুমি।
মেঘাচ্ছন্ন উদাসীন আকাশের নিচে একা একা
বসে ভাবি; হায়! আমাদের আর হবে নাতো দেখা!


০২/১০/২০২৩
ঢাকা।