রাইসাগরে কাটতে সাঁতার কৃষ্ণ শ্যামরায়,
পাহাড়-মরু, বন-জঙ্গল তোলপাড় করে যায়।


অমাবস্যার ঝড়ের রাতে
মানব জীবনের সংঘাতে
রাত্রি-দিবস, সন্ধ্যা-প্রাতে কামনা জানায়।


যমুনার জল উছলে ওঠে, 'রাধা রাধা' বলে,
গৃহত্যাগী জ্যোৎস্না রাতে স্বপ্ন ভাসে জলে।


কানুর ব্যথা কেউ বোঝে না
ব্যথার কারণ কেউ খোঁজে না
স্বচ্ছ প্রেমে কেউ মজে না মায়ার দুনিয়ায়।


০৬/০৩/২০২৩
মিরপুর ঢাকা।