এ জীবন যদি গল্পের মতো হতো-
রাজপূত্রের-রাজকন্যার প্রেম;
যাদুর কাঠিতে সবকিছু পাওয়া যেতো,
সমাধান হতো জীবনের 'প্রবলেম'।


দুঃখদহনে পুড়তো না মন রোজ,
দলবল নিয়ে শিকারে যেতাম বনে;
নিতে হতো না জীবন যুদ্ধের খোঁজ,
রহিতাম নিজ জগতে আপন মনে।


আত্মসুখের পূর্ণতা নিয়ে মনে,
শত বন্ধু ও কতো উপচার নিয়ে;
মত্ত হতাম শত দাসীদের সনে
দেবদাস হয়ে, শরাব মদিরা পিয়ে।


কঠিন কঠোর জীবন যুদ্ধে রত,
স্বপ্নীল নেশা গোলকধাঁধাঁয় বাঁধা;
শ্রমে ঘামে চলে এ জীবন অবিরত,
কান পেতে শুনি লাখো জীবনের কাঁদা।


বাস্তবে দেখি গল্পের মতো নয়,
এ জীবন যেন যুদ্ধের ময়দান;
যারা কৌশলী তারাই বিজয়ী হয়,
তারাই গাহিছে জীবনের জয়গান।


যুদ্ধ জয়ের কৌশল শিখো মন,
যুদ্ধ ও প্রেমে তুচ্ছ সকল ধারা;
সততা-লজ্জা দাও হে বিসর্জন,
নইলে তোমার জীবন অন্ধকারা!


০৮/০৬/২০২৩
মিরপুর, ঢাকা।