আবার আসিও তুমি নূতন বিশ্বাসে
পৃথিবীতে; প্রিয়তমা। খরস্রোতা নদী
হয়ে ভাসাবো তোমারে। অনন্ত উচ্ছাসে
তোমার হৃদয় ছুঁয়ে যাবো নিরবধি।
যেমন ছুঁয়েছে দূর-আকাশ, অধীর
এই মাটির পৃথিবী; দিগন্ত রেখায়।
যেমন ছুঁয়েছে নদী শষ্পময় তীর,
বটের শরীর, অতিশয় মমতায়।


চেতন-বিশ্বাসে চাই, পুনর্ভবা হয়ে,
আবার ফিরবে তুমি মাটির শরীরে;
অফুরন্ত সুগন্ধের সোঁদা ঘ্রাণ লয়ে,
মানুষের পৃথিবীতে, অন্ধকার চিরে।
হে প্রিয়তি, আজন্মের চির নিরুপমা!
এ জন্মের ভ্রান্তি সব করে দিও ক্ষমা।


২২/০৯/২০২৩
ঢাকা।