মরলে মানুষ হবে বিচার, বুঝি নাতো এই ব্যাপার,
পৃথিবীতে জন্ম নিতে প্রথম ছিলো কার কারবার?


পাহাড় থেকে ঝর্ণাধারা নদী হয়ে ভেসে চলে,
ঘুরে-ফিরে, হেসে-খেলে মিশে যায় সে সাগর জলে;
সাগরের জল উড়ে উড়ে সেই পাহাড়ে ফিরে আবার।


পঞ্চআত্মা পঞ্চভুতে হয়ে যাবে একাকার,
আকারে নিরাকারেতে কেমন করে হয় বিচার?


পরম আত্মার কর্ম করে জীবের দেহ হয়রে বিলীন,
আবার মিলন ঘটবে তাদের দূরেতে রয় না চিরদিন;
বলো, এখন বুঝলে কি মন গোপন কথার সেই সমাচার?


১২/০৪/২০২৩
মিরপুর ঢাকা।