বিবর্ণ বসন্ত এলো পৃথিবীর বুকে।
আজ চারিদিক জাগে তীব্র হাহাকার,
মৃত্যুর মিছিল বাড়ে অনাহারে; যুদ্ধে;
হিংসায়-প্রতিহিংসায়। পাখিদের কণ্ঠে
ওঠে না মাতাল করা সুরের বাহার।
পলাশ শিমুল গাছে লাল রঙ ঝরে;
অথচ, নেইকো কোন ভ্রমর-গুঞ্জন;
সুনসান নিরিবিলি সমস্ত প্রকৃতি।


বিবর্ণ বসন্ত এলো পৃথিবীর বুকে।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের উত্তাপ,
জীবন-মরণ খেলা। দুর্ভিক্ষ ছোবল
হানে তীব্রভাবে ইয়েমন-আফ্রিকায়।
শিশুর কঙ্কালসার ছবি দেখে দেখে
বিমর্ষ মনন কাঁদে, ক্লান্ত হয়ে যাই।
অনাহারে কষ্ট পায় মানুষ-সন্তান,
মৃত্যুর পরশ লভে সময়ের আগে।


বিবর্ণ বসন্ত এলো পৃথিবীর বুকে।
প্রযুক্তির বেগ এলো মানুষের মনে;
আবেগ-বাহিত চিন্ত-বাসনারা জাগে;
স্বার্থের কুৎসিত ছায়া ঢেকেছে পৃথিবী।
বসন্তের রঙ যেন ভীষণ ফ্যাকাশে-
প্রেম নেই, প্রীতি নেই, অদ্ভুত সমাজ
টিকে আছে অহঙ্কার আবিলতা আর
পরস্পর দোষারোপ, অসন্তোষ নিয়ে।


বিবর্ণ বসন্ত এলো পৃথিবীর বুকে।
ক্ষুধার্ত শিশুর কান্না কেহই শোনে না।
যুদ্ধের দামামা বাজে প্রবল প্রতাপে;
বিশ্ব মোড়লেরা ভাগ করে পৃথিবীকে।
জীবনের আশালতা শুকায় ক্রমশ;
জোছনার আলো কমে ধোঁয়ার দাপটে;
জলহীন জলবতী, বিপর্যয় নামে;
মানুষের অস্তিত্বের প্রশ্ন জাগে মনে।


বিবর্ণ বসন্ত এলো পৃথিবীর বুকে।
প্রেমের স্বচ্ছতা নেই; বিশ্বাসের জোর
কমে যায় প্রতিদিন। 'খেলা হবে', বলে
দ্বন্দ্বের পাহাড় হাঁটে বিবেধের ছলে।
মানবতা ম্রিয়মান, প্রবল উচ্ছ্বাসে
মাথা উঁচু করে হাসে জুচ্চোর, সন্ত্রাসী।
শরীরে বসন্ত ওঠে; অথচ, মননে
কোন বসন্ত আসে না প্রাণের উল্লাসে।


০৭/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।