ভালোবাসা কারে কয়? হাজার বছর ধরে এই প্রশ্ন করে
মানুষের সহজাত প্রবৃত্তির উৎস থেকে, উপলদ্ধি থেকে;
অযুত সহস্রবার উষ্ণ ব্যাকুলতা নিয়ে কহে পরস্পরে-
ভালোবাসা মানে কি রে যৌবন-স্রোতস্বিণীর চলা এঁকেবেঁকে?
নাকি, ভগ্ন হৃদয়ের অভিমানে আর্তনাদ ঝিঁঝিঁর মতন,
নিস্তব্ধ কান্নার সুর, অবিরাম অবিরত ব্যাকুল প্রয়াস,
প্রচণ্ডতম শীতের কুহেলিকাময় রাতে শিশির পতন,
অপাঙ্তেয় জীবনের অবিকার মিলনের নিবিড় উচ্ছ্বাস?


ভালোবাসা মানে- গল্প, উপন্যাস, রোমাঞ্চক কবিতা বিশেষ;
সর্বনাশী অভাবের অনটনে কৃষাণীর অনাবিল হাসি।
ভালোবাসা মানে- স্বপ্ন, হাহাকারে জেগে ওঠা মধুর আবেশ;
অজস্র বিশ্বাসে ভরা ধরণীতে পরস্পরে ভালোবাসাবাসি।
ভালোবাসা মানে- নদী, দুঃখ-কষ্ট যন্ত্রণাকে বয়ে নিয়ে চলা;
সুজনের আলিঙ্গনে সত্যকে সুন্দরভাবে নিঃসঙ্কোচে বলা।


১১/১০২০২৩
ঢাকা।