অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আগামী ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, শুক্রবার, আগারগাঁওস্থ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে (৪র্থ তলা) বাংলা কবিতা ডটকম-এর কবিদের ''বাংলা কবিতা আন্তর্জাতিক কবি সম্মিলন-২০২৪'' অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সারাদিন ব্যাপি এ কাব্যিক অনুষ্ঠান সকাল ১০-০০ ঘটিকায় শুরু হবে।


১। আগামী ১০/০২/২০২৪ তারিখের পূর্বে আগ্রহী কবিগণ (বন্ধু এবং পরিবারের সদস্য আনতে পারবেন) জনপ্রতি টাকা- ১,০০০/- (এক হাজার) বিকাশ/ব্যাংক হিসাবের মাধ্যমে জমা করে নিবন্ধন করতে হবে। যারা বিকাশে টাকা পাঠাবেন উত্তোলনের খরচসহ পাঠানোর অনুরোধ করছি।


নিবন্ধন ফি পাঠানোর জন্য-
বিকাশ নম্বর-  01733-990965 (Personal)
ব্যাংক হিসাব নম্বর- MD. HUMAYUN KABIR;
A/C No. 1630301017941 (Routing No. 200263100)
SONALI BANK LIMITED, MIRPUR SECTION-1 BR., DHAKA.


২। নিবন্ধনকৃত প্রত্যেক কবির নামাঙ্কিত স্মারকচিহ্ন প্রদান করা হবে।


৩। বাংলা কবিতা ডটকম-এর সদস্য কবিদের প্রকাশিত বইয়ের (কাব্য/উপন্যাস/গল্প) মোড়ক উন্মোচনের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে পূর্বেই আয়োজক কমিটিকে অবহিত করতে হবে।


৪। নিবন্ধনকৃত কবিদের কবিতা নিয়ে ''অভিযাত্রিক" নামে একটি স্মারক কাব্যগ্রন্থ প্রকাশিত করা হবে। কবিতার আসরে প্রকাশিত কবিতার (সর্বোচ্চ ২০ লাইন) নিচে,  'অভিযাত্রিক-২০২৪' (স্পেস দিবেন না) লিখে দিলেই আমরা সংগ্রহ করে নিতে পারবো (যারা নিবন্ধন করেননি; দয়া করে, তারা কবিতা জমা দিবেন না)। অভিযাত্রিক স্মারক কাব্যগ্রন্থে সংক্ষিপ্ত কবি পরিচিতি ও ছবি প্রকাশের নিমিত্ত এবং যোগাযোগের প্রয়োজনে কবিকে মোবাইল নম্বরসহ ছবি ও সঠিক তথ্যাবলী দিয়ে নিজের প্রোফাইল আপডেট করার জন্য অনুরোধ করা হলো।


৫। যেহেতু, এ কাব্যিক অনুষ্ঠানের প্রাতিষ্ঠানিকভাবে কোন আর্থিক পৃষ্ঠপোষক (sponsor) নেই; তাই অনুষ্ঠানটি সুন্দর ও সফল করার জন্য ধার্যকৃত ফি ছাড়াও সামর্থবান কবিবন্ধুগণ স্বপ্রণোদিত হয়ে আর্থিক অনুদান প্রদান করার জন্য অনুরোধ করা হলো।


৬। নিবন্ধন/অনুদানের টাকা পাঠানোর পর অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো। বিকাশে টাকা পাঠালে Transaction ID উল্লেখ করবেন।


৭। বিদেশী কবি বন্ধুগণ নিশ্চিত উপস্থিত থাকবেন, আয়োজক কমিটিকে মন্তব্যের মাধ্যমে আগেই জানাতে হবে।


৮। কারণবশতঃ কোন কবি অনুষ্ঠানে উপস্থিত না হলে, তার প্রতিনিধি পাঠিয়ে স্মারক চিহ্ন (ক্রেস্ট) সংগ্রহ করবেন। অনুষ্ঠানে অনুপস্থিত কবির স্মারকচিহ্ন সংরক্ষণ করা সম্ভব হবে না।


ধন্যবাদ। সকলের প্রতি শুভ কামনান্তে-


- কবীর হুমায়ূন
যে কোনো তথ্য জানতে এবং পরামর্শ জানাতে যোগাযোগ করুন-
+8801733 990965 (Mobile, Whatsapp & Viber)।


যে সকল ভারতীয় কবি/অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার অভিপ্রায় নিশ্চিত করেছেন-
০১। শ্রী পরিতোষ ভৌমিক
০২। কিশোর কুমার মজুমদার
০৩। এডভোকেট শ্রী মরণ ঋষি দাস
০৪। সোমেন লস্কর
০৫। শ্রী বিশ্বজিৎ দেবনাথ (বাবুল)
০৬। ডাঃ সুকান্ত সাহা
০৭। শ্রী রিপন দেবনাথ
০৮। শ্রী সুপ্ত চৌধুরী।
০৯। তনুজ সাহা
১০। শ্রী মিঠুন চক্রবর্তী
১১। হাজী মোঃ আবদুল সেলিম
১২। ডাঃ রানা চক্রবর্তী




যে সকল কবি নিবন্ধন করেছেন-
সর্বকবি,
০১। মোঃ ইব্রাহিম হোসেন-রাজশাহী
০২। রুমি মাহমুদ
০৩। পলাশ দেব নাথ
০৪। রুনা লায়লা
০৫। মোঃ তাসিন ইসলাম রুহান
০৬। শ্যামল সরকার
০৭। শেখ মোঃ খবির উদ্দিন
০৮। অনীক আহরার
০৯। মিনু গরেট্টী কোড়াইয়া (বৃষ্টিরানী)
১০। মোঃ মিজানুর রহমান (সোহাগ)
১১। সরদার আরিফ উদ্দিন
১২।‌ মোঃ বুলবুল হোসেন
১৩। দেলওয়ার হোসেন শিকদার
১৪। অবিরুদ্ধ মাহমুদ
১৫। মাহমুদ রেজা
১৬। বেগম সেলিনা খাতুন  
১৭। আলম সরওয়ার
১৮। মোহাম্মদ খায়রুল কাদির
১৯। আপেল মুসা
২০। সুদীপ্তা চৌধুরী(সৌদামিনী)
২১। কবি ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব
২২। মীর মুরশিদ জাহাঙ্গীর
২৩। শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
২৪। মুহাম্মদ মনিরুজ্জামান
২৫। আলমগীর সরকার লিটন
২৬। বখতিয়ার উদ্দিন
২৭। তাহমীদ হাসান তামীম
২৮। অধম নূর ইসলাম
২৯। সুলতান মাহমুদ
৩০। মোঃ সিরাজুল হক ভূঞা
৩১। শফিকুল ইসলাম বাদল
৩২। ফাতেমা-তুজ-জহুরা
৩৩। শহীদ উদ্দীন আহমেদ
৩৪। মোঃ ইবরাহীম খোকন
৩৫। হুমায়ূন কবির
৩৬। খায়রুল আহসান
৩৭। তুহিন-উল-ইসলাম
৩৮। ইঞ্জিনিয়ার সৈয়দ নিলয়
৩৯। মোঃ জা‌নে আলম [বিদ্যুৎ]
৪০। বেলাল উদ্দীন
৪১। প্রফেসর ড. মোস্তফা দুলাল
৪২। মোঃ ইয়াসিন আহমেদ
৪৩। মোঃ মোস্তাফিজুর রহমান
৪৪। জাহিদ হোসেন রনজু
৪৫। আফরিনা নাজনীন মিলি
৪৬। মুহাম্মদ মোজাম্মেল হোসেন
৪৭। রেজাউল করিম সোহাগ
৪৮। ফারহাত আহমেদ
৪৯। মামুনুর রশীদ রাজ
৫০। মোঃ জাহিদ হাসান
৫১। সাইদ খোকন নাজিরী
৫২। বিপ্লব চন্দ্র দত্ত
৫৩। সাইফ উদ্দিন সায়েম
৫৪। জে.আর. এ্যাগ্নেস (মালবিকা কবি)
৫৫। মোঃ আব্দুল লতিফ রিপন
৫৬। মোঃ রায়হান কাজী
৫৭। মুহাম্মদ জে.এইচ (রপ্পি)
৫৮।‌ জে এস এম অনিক
৫৯। এন আই জীবন
৬০। মোঃ তবিবুর রহমান হৃদয়-(বিরহী কবি)
৬১। এম নাজমুল হাসান
৬২। মোহাম্মদ আজিজুল হক রাসেল
৬৩। আফরোজা খাতুন
৬৪। এম.এইচ.শ্রাবন
৬৫। রুবু মুন্নাফ
৬৬। মুহাম্মদ মনিরুল হক
৬৭। ফরিদ হাসান
৬৮। আলহাজ্জ মোহাম্মদ শফি
৬৯। নুসরাত হোসেন
৭০। শাহারুখ আহমেদ শান্ত
৭১। জ র জিম
৭২। শরীফ নবাব হোসেন
৭৩। মোতাসিম ফুয়াদ
৭৪। মুহাম্মাদ আবদুল হাই (বিপ্লবী কবি)
৭৫। জামাল উদ্দিন জীবন
৭৬। নাবিলা ইয়াসমিন মুনালি
৭৭। মোঃ ইমরুল কায়েস
৭৮। নন্দিনী লুইজা
৭৯। আকুল শেখ