তোমার রাতুল চরণে নূপুর বাজে
রিনিঝিনি, এক বিমুগ্ধকরা গান;
জীবনের রঙে অতুল প্রকৃতি সাজে
যত দেখি ততো আনচান করে প্রাণ।


ছায়াবীথি দোলে জলের মুুকুরে; যেন
অপরূপ রূপ ক্লান্ত দুপুরে হাসে;
পারি না বুঝতে এতো অনুরাগ কেনো
বেড়ে শতগুণ উদলা পুকুরে ভাসে।


তুমি যেন এক কবির কাদম্বিনী
প্রেরণা জোগাও চলনে-বলনে, প্রেমে;
অথবা স্বর্গ-মায়াবিনী নন্দিনী
রূপের ঝলকে চেতনা গিয়েছে থেমে।


এখন শুনছি চারিদিকে সেই সুর-
মোহনীয় তান বাজায় অর্ফিয়াস;
সুর-ঝংকারে মন ছোটে বহুদূর
চেতনা বিলোপে কাঁপে শ্বাস-প্রশ্বাস।


খুলে ফেলো আজ চরণ নূপুর প্রিয়
এসো, নিরিবিলি বসে কথা কই দোঁহে;
ভাগ করে নেবো ভালোবাসার অমিয়
মন ছোঁব মন দিয়ে, নয় কোন মোহে।


১৬/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।