এক বুক ভালোবাসা হৃদয়ে ধারণ
করে, আজো পৃথিবীতে আছি অপেক্ষায়!
কই খুঁজবো তোমারে? বলো, কি উপায়ে?
কোন সাগরের পাড়ে? কোন দুনিয়ায়?
চিরঅন্ধের মতোন ভীষণ বিষন্ন,
নিরুপায় হয়ে তাই খুঁজি আতিপাতি।
ব্যাকুল কান্নার সুর তুমি কি শুনছো,
আলোর জগত থেকে? হে মোর প্রিয়তি?


আমার সকল ভালোবাসা, অভিমান,
সুর তুলে গান গায় প্রেমিকার জন্য;
সমাজের সবে বলে, পাগল-উন্মাদ!
আমি নাকি হয়ে গেছি সামাজিক বন্য।
আমার সকল গান, সুর আর কথা,
তোমার পরশ পেলে পাবে অমরতা।


১৮/০৫/২০২৩
শাহবাগ ঢাকা।