হস্ যদি তুই সুজন কবি বুক ফুলিয়ে সামনে আয়,
ধর্ তুলে তোর নিজ পরিচয় সত্যিকারে; বল্ সবায়-
''আমি কবি, নইতো নবী, নই অবতার ধরার মাঝ,
সত্যটাকে সুন্দরতায় সত্য বলাই আমার কাজ''।
কবিরা সব পাখি-জাতির, গান গেয়ে যাই সুর ভেজে,
সুন্দরকেই ভালোবেসে চলে আপন মন-তেজে।
লক্ষ জনে চেনে তাঁরে, কবি চেনেন কোটি জন,
দেশ-বিদেশে, ঘরে-বাইরে সক্কলে হয় তাঁর আপন।


ঘরের কোণে রইবো না আর রঙ্গরসে বের হবো,
নির্মলতার শ্বাস-প্রশ্বাসে কণ্ঠ ছেড়ে আজ কবো-
''আমার জন্ম, কর্মকথা; যা' বলেছি সব সঠিক,
সবার সাথে হাস্যমুখে বেড়াবো আজ দিগ্বিদিক
চিনতে যদি চাও আমারে, খুলে দেখো প্রোফাইলটা;
যা' লিখেছি সত্য কথা, মিথ্যা কথার নেই ছটা''।


০৬/১০/২০২৩
ঢাকা।