বৃষ্টি হচ্ছে, রিমঝিম নয়; তুমুল বৃষ্টির ধারা
আকাশের কোল থেকে নেমে আসে প্রকৃতির ডাকে।
রাস্তায় নেমেছে শিশুসব, কিশোর চিত্তের যারা;
ওসব দেখছি আমি বসে শার্সি জানালার ফাঁকে।
এইখানে মন নেই, চলে গেছে দূরে, বহুদূরে;
বৃক্ষে-ছাওয়া পথে-মাঠে, ঘন শ্যামলীমা সীমানায়।
যেখানে পাখিরা গান গায়, তার অন্তহীন সুরে;
সবুজের সাথে মিশে, প্রকৃতির অম্লান ছায়ায়।


শহরের ইট-কাঠে বন্দী আমি, পরাস্ত জীবন
মুক্তি চায়, শান্তি চায়, শক্তি চায় ভাঙিতে দেয়াল।
এ বৃষ্টির দিনে, তাই, দুঃখ-শোকে উঠেছে রোদন
মনের গহীনতলে; কেউ আর করে না খেয়াল।
পৃথিবীর অন্য প্রান্ত থেকে যেন ডাকছে আমায়
কোন সুহৃদ-সুজন- 'বৃষ্টিতে নাইবি? আয়, আয়'।


১১/০৯/২০২৩
ঢাকা।