রুবাই-০১
---------
তোমার রূপের সংবাদে হয় উদ্বেল এই মন,
মিলন হবে তোমার সাথে ভাবছি সারাক্ষণ;
তুষ্ট তোমায় করতে আমার নেইতো উপহার,
করুণাতে তুলে নিও প্রভু নিরঞ্জন।


রুবাই-০২
---------
চপল প্রাণে গরল মনে দিন কেটে যায়; তবু,
সঠিকভাবে তোমার পথে চলিনিকো কভু;
শুধু তোমার নামের রশি ধরে আছি আমি,
দয়া করে দয়া করো, হে দয়াবান প্রভু।


রুবাই-০৩
---------
তোমার মদের খুশবোতে আজ মাতাল হতে চায় যে মন,
গেলাস গেলাস পান করেও শান্ত হয় না তনু-মন;
প্রাণ ভরে না, মন ভরে না, চিত্ত আমার হয় ব্যাকুল,
লোভের আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিই শ্যামল বন।


রুবাই-০৪
---------
ডাকছি তোমার চিত্তমূলে, হে প্রিয়তি সাকী!
প্রেমের মদ্য ভৃঙ্গারে দাও, রাত্রি যে নেই বাকি;
চপল এ মন চাচ্ছে তোমার কোমল পরশখানি,
তাইতো, লজ্জা-শরম ভুলে তোমায় শুধুই ডাকি।


রুবাই-০৫
---------
রূপ ঝরে যায় অরূপ ধারায় বিশ্বলোকের চারিধার,
বৃক্ষ-লতায়, চন্দ্র-তারায় জেগে উঠে রূপ-বাহার;
তোমার নামে পাখিরা গায় সন্ধ্যা-ভোরবেলাতে,
অধম কবীর মায়ার ঘোরে করছে শুধু হাহাকার।


রুবাই-০৬
---------
জ্ঞানহীন এই অধম কবীর তোমার চরণতলে,
নিত্য কাঁদে রিক্ত হাতে নয়ন অশ্রুজলে;
বিশ্বভুবন সৃষ্টিকারী, হে রহমান, রহিম!
যাঁরা তোমার পথের মানুষ রেখো তাঁদের দলে।


রুবাই-০৭
---------
দিনের শেষে আলোর ঝলক নামলো আকাশ গলে,
অরূপ চেতন উঠলো জেগে শীতল হৃদয় তলে;
শূন্য ঘরে চমকে উঠি দেখি কিছুই নাই যে,
আমার সকল যায় হারিয়ে জন-কোলাহলে।


০৯/০৬/২০২১
মিরপুর, ঢাকা।