রমাকান্তের সখ হয়েছে করতে হবে বিয়ে!
কনের বাড়ি গেলো সে তো টোপর মাথায় দিয়ে।
        বরযাত্রী কয়েক হাজার
        গুষ্টি-গাঁথা বাপ ও দাদার
পাড়া-পড়শি, আত্মীয়-জন, বন্ধু-বান্ধব নিয়ে।


খেতে বসে বর দেখে যে মুরগি, ইলিশ মাছ,
সবজি-পোলাও টিকা-কাবাব সব মিলিয়ে পাঁচ।
        খাসির মাংস তাতে যে নাই
        গোস্বা করে উঠলো জামাই
বিয়ের আসর ভেঙ্গে সবাই ছুটলো বরের পাছ।


আরেক কনে বিয়ে করে বাড়িতে যায় ফিরে,
ভাইরাল হয় খবরখানি সব মিডিয়া ঘিরে।
        হাসবো কি না, কাঁদবো রে ভাই
        ভেবে-চিন্তে দিশা না পাই
ক্যামনে দেখাই কনের বাপের দুঃখটি বুক চিড়ে?


ভাবছো বুঝি রঙ্গকথা, কবির ছন্দ-মিল?
জলজ্যান্ত সত্যি কথা, মিথ্যে নয় একতিল।
        ঘটেছে তা উড়িষ্যাতে
        জানতে পেলুম পত্রিকাতে
হায় রে, রমাকান্ত এতোই ছিলো অবুঝ দিল!


বউয়ের চেয়ে খাসি বড়ো, বললো রমাকান্ত,
ঘটক কিন্তু বলেছিলো, 'ছেলে বড়োই শান্ত'!
        কন্যে অনেক ভাগ্যবতী
        নিশ্চয়ই সে সাধ্বী-সতী
হয়নি বাঁধা রমার সাথে তার আঁচলের প্রান্ত।


২৭/০৬/২০২১
মিরপুর, ঢাকা।



খবর। কালের কণ্ঠ। রবিবার । ১৩ আষাঢ় ১৪২৮। ২৭ জুন ২০২১। ১৫ জিলকদ ১৪৪২
খাসির মাংস না পেয়ে চলে গেল বর, অন্য পাত্রীকে বিয়ে
-------------------------------------------------
অনলাইন ডেস্ক   ২৭ জুন, ২০২১ ০৯:৫৮ |
পাত্রপক্ষের লোকদের খাবারে খাসির মাংস না দেওয়ায় বিয়ের আসর ছেড়ে চলে গেছেন বর। রাগের মাথায় এক দিনের মধ্যেই অন্য পাত্রীকে বিয়ে করেছেন তিনি।
ভারতের ওড়িশায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, ওড়িশার ওই পাত্রের নাম রমা কান্ত। ২৭ বছরের রমাকান্ত বরযাত্রীদের পাতে খাসির মাংস দেখতে না পেয়ে খেপে যান।
এ নিয়ে বিয়েবাড়িতেই ঝামেলা শুরু করে দেন তিনি। এক পর্যায়ে রাগে বিয়ের অনুষ্ঠান শুরুর আগেই বিয়ে ভেঙে দেন।
বিয়েবাড়ি ছেড়ে বেরিয়ে আসে বরযাত্রী। পরে ওই দিনই অন্য এক মেয়েকে বিয়ে করে ফেলেন রমাকান্ত। এরপর কনেসহ নিজের বাড়িতে ফিরে যান।
সূত্র : ইন্ডিয়া টুডে।