দুর্দান্ত আঘাত হানে বিজিত শকুন
হতবাক মেয়েটির উরুতে; আঘাতে
অন্ধকার নেমে আসে, ঝরে যায় খুন;
তবুও, সম্ভ্রম চেপে রাখে দুই হাতে।
অস্পষ্ট তর্জনি আতঙ্কিত, বারবার
কেঁপে উঠে অন্ধকারে অদ্ভুত শঙ্কায়!
হৃদয়ের অনুভূতি মৃত, অবিকার;
নারীর গৌরব ক্রমে ক্রমে নিভে যায়।


শরীরে কাঁপুনি ওঠে; সে কি উত্তেজিত?
ভাঙা প্রাচীরের ঘরে আগুন লেগেছে
দাউ দাউ; যারা ছিলো মৃত্যুভয়ে ভীত!
তারা ভাবে, মুজিবের মুত্যু হয়ে গেছে।
দৃঢ় আকাঙ্খায় স্ববলে দাঁড়ায় মেয়ে,
শ্যেনদৃষ্টি হেনে শকুনেরা থাকে চেয়ে।


২৭/০৬/২০২১
মিরপুর, ঢাকা।