'কিছুই জানি না আমি' এই বোধ প্রাণের ভেতরে
জেগে ওঠে যদি; জেনো, তুমি নও সাধারণ জ্ঞানী।
জ্ঞানীদের ভান করে সেই সব আকাট মূর্খেরা;
তারা খালি কলসীর মতো ঢকঢক বেজে যায়,
জ্ঞানের আড়ম্ভরিতা করে যায় সকলের মাঝে;
মোসাহেবে, চাটুকারে চিরকাল আবরিত থাকে।
সুরায় মত্ত যে জন, নিজেকে সে রাজা রাজা ভেবে
আপনাকে একচ্ছত্র প্রভু ভাবে পুরো পৃথিবীর।


ফুলের গন্ধের মতো মানুষের জ্ঞানের আরক
খুশবো ছড়িয়ে যায় শুধুমাত্র অপরের তরে।
নদীর জলের ন্যায় স্বচ্ছ-স্বাদু, প্রবাহমান; সে
অনন্তের দীর্ঘ পথে ক্রমাগত দৃষ্টি রেখে চলে।
জ্ঞানীবানে কখনোই মর্মান্তিক বিতর্ক করে না,
কুতর্কের বিষবাষ্প অন্তর্লীন তাঁদের অন্তর।


২৩/০৬/২০২১
মিরপুর, ঢাকা।