'এই করো না, ওই ধরো না,
ফুল ছিঁড়ো না, ঢিল মেরো না,
        শান্ত হয়ে বসো;
সুবোধ ছেলের মতো সরল
        অঙ্কগুলো কষো।
জ্ঞানী হলেই হবে ধনী,
হাসবে তখন এই ধরণী,
        শোননি তা' তুমি?
তোমার পরশ পেলে সরস
        হবে মরুভূমি।
তাই, তুমি আজ লক্ষ্মী হয়ে থাকো,
খেলাধুলায় জীবনখানি নষ্ট করো নাকো'।


এমন করে বললো তারে
        মাতা এবং পিতায়।
গোমড়া মুখে বললো ছেলে-
'তোমরা কেনো বুঝছো না হে,
        আমার এ মন কি চায়?
মন যে আমার সদলবলে
জলকেলিতে সাঁতার খেলে,
দুপুর রোদে মাছের সাথে
নদীর জলে পাখনা মেলে।
ঘুড়ির লেজে উড়তে যে চায়
নীল আকাশের দূরের পাড়ে;
বাঁধার দেয়াল দিচ্ছো তুলে
জন্মদাতার অধিকারে!


আমার মতো আমার জীবন
        গড়তে তুমি দাও,
মানুষ হবার সঠিক শিক্ষার
        শর্ত কি? জানাও'।


৩০/০৫/২০২১
মিরপুর, ঢাকা।