মোম জ্বলে যায় সারারাত ধরে
        আমিও জ্বলছি সাথে;
আবির্ভাবের মাধুরী ছড়িয়ে এসে
একাকীত্বকে ভরাবে অতুল হেসে
প্রহর গুণছি আসবে প্রিয়তি
        এই পূর্ণিমারাতে।


অভিমান যত গলে যাবে আজ
        কঠিন মোমের মত;
প্রেমের রেণুকা মুঠো মুঠো রাখি ধরে
মেখে দেবো তার শরীরে ও অন্তরে
অপেক্ষার নিশি দীর্ঘতর
        প্রিয়, এসো অন্তত।


খেয়াল রাখিনি, দেখেনি কখনো  
        হিসাবের খাতা খুলে;
বয়স বেড়েছে, বেড়েছে ব্যথার ঋণ
চলে যেতে পারি সুদূরে যে কোন দিন
অনন্তপারে এই পৃথিবীর
        সকল যাতনা ভুলে।


তবুও, যে চাই প্রিয়তির সেই
        কোমল পরশখানি.
আকুল পরানে বোলাবে যতনে হেসে
অনাদি কালের ভালোবাসা যত এসে
যাতনা সকল মুছে দেবে সব
        হে আমার অভিমানী।


০১/০৭/২০২১
মিরপুর, ঢাকা।