তোমার অবর্তমানে এ ঘরের অভ্যন্তরে
অন্ধকারের পাহাড় নেমে আসে হুলুস্থুল।
দুঃখের জলপ্রপাতে ভেসে যায় সবকিছু-
ঘর-বাড়ি, কবিতার খাতা, বাগানের ফুল।
শুধু একবার এসে স্নিগ্ধ কোমল দৃষ্টিতে
বসন্তের বাতাসের সূর্যালোক ঢেলে দাও।
অযত্নে অবহেলিত, অবিন্যস্ত ঘর-বাড়ি
পরিচ্ছন্ন, গোছগাছ, আলোময় করে নাও।


০৭/০৭/২০২১
মিরপুর, ঢাকা।