বর্ষা এলো ফর্সা আকাশ কালো মেঘে ঢাকতে,
প্রিয়জনের চোখে মুখে কদম রেণু মাখতে;
রিমঝিম ঝিম বৃষ্টি ঝরে মিষ্টি মধুর সুরে,
আয় সকলে চপল পায়ে বর্ষার জল চাখতে।


কদম ফুলে রঙ লেগেছে পরশ পেয়ে বর্ষার,
স্মরণ হলো আজকে তোমায় মন বলে তাই ঘর ছাড়;
মেঘের দেশে উঠলো হেসে মেঘবালিকা আজকে,
ডাকলো কেয়া-কদমকলি বৃষ্টি এসো দুর্বার।


সকাল থেকে টিপ টিপ টিপ বৃষ্টির জল ঝরছে,
পরশ পেতে সূর্যালোকের আকাঙ্খা সব করছে;
কাক-শালিকে গাছের ডালে চুপটি করে বসে
সমস্ত দিন খাদ্যবিহীন তাইতো এমন ঝুরছে।


আকাশ পাড়ের মেঘের মেয়ের দুঃখ অনেক তাই,
কান্না তারই বৃষ্টি হয়ে ঝরছে সর্বদাই;
মাঠ ঘাট হাট ভিজিয়ে দিলো মেঘের অশ্রজলে
অঝোর ধারার বৃষ্টি এমন আরতো দেখি নাই।


১৮/০৬/২০২১
মিরপুর, ঢাকা।