পশু কোরবানী দেওয়ার পূর্বে
মনের পশুরে কোরবানী দাও;
কোরবানী ঈদ এ শিক্ষা দেয়
মুসলমানকে, আগে শিখে নাও।
গোস্ত খাওয়ার জন্য দিও না
কোরবানী নামে পশুকে জবাই;
ইব্রাহিমের কোরবানী থেকে
এ সত্যটিকে জানতে যে পাই।
আল্লার নামে দাও কোরবানী
সকল নিয়ম মেনে চলো আগে,
গোস্তগুলোকে সঠিক ওজনে
ভাগ করে নাও ঠিক তিন ভাগে।
একভাগ দিও নিঃস্বজনেরে,
আর ভাগ নিজ পরশীকে দাও;
অতঃপর, তুমি হাসি খুশি মনে
বাকি সব পরিবার নিয়ে খাও।
সৎ পথে আয় করে, হাটে যাও
কোরবানী লাগি' পশু কিনে এনো;
রাব্বি তখন বড়ো খুশি হবে
মুসলমানেরা! এই কথা জেনো।
কোরবানী দিতে গরিমা করো না,
কখনো করো নাকো প্রতিযোগীতা;
সাচ্চা দিলের কোরবানী হয়,
না হয় তোমার সকলই বৃথা।
আল্লার পথে, আল্লার নামে
কোরবানী দিলে বিনীত মননে,
উত্তম হবে জগতের মাঝে;
মুসলিম! এই কথা রেখো মনে।


২০/০৭/২০২১
মিরপুর, ঢাকা।