কবিতা দুঃখের বালুচরে সুখের বহতা নদী
বয়ে চলে নিরবধি সাগরের পানে;
দুঃস্বপ্নের ঘুম ভেঙ্গে দেয়া এক কোমল পরশ,
স্নিগ্ধ-নির্মল সকাল পাখিদের গানে।


কবিতা প্রিয়ার রাগ-অভিমান ছিন্ন করা গান,
বিমুগ্ধ সুর বাউলের দরাজ গলায়;
চৈত্র-রাতের মোহিনী চন্দ্রমার ঝলকিত আলো,
মেহেদি ফুলের গন্ধ নিশীথ বেলায়।


কবিতা প্রেমের গল্পকথা ভাবনার মর্মমূলে
শ্রাবণের রাতে ঝরা অবিরাম বৃৃষ্টি;
পিতার কোমল মায়া, স্নেহাতুর মায়ের আশিষ,
বোনের আদর আর প্রিয়তির দৃষ্টি।


কবিতা যুদ্ধের মাঠে অমিয় শান্তির বাণীধারা
ফুল হয়ে ফুটে ওঠা মানুষের মনে;
মুক্তির বারতা নিয়ে ছুটে চলা পিচ্ছিল দুর্গমে
ললিত শান্তির চূর্ণ অতি সঙ্গোপনে।


কবিতা সূর্যের আলো পরাজিত মানুষের চোখে,
দক্ষ নাবিকের হাতে জাহাজের হাল;
মরুপথে পথহারা কাফেলার পথের নির্দেশ,
সম্মুখে অগ্রসরমান সরায়ে জঞ্জাল।


কবিতা শিশুর হাসি, কিশোরের খেলার সামগ্রী,
যুবা-প্রাণের প্রাপ্তির কাঙ্ক্ষিত উল্লাস;
কৃষকের ফসল-সম্ভার, নদীতে জেলের মাছ,
শ্রমিকের শক্তপেশি, ঘাম, দীর্ঘশ্বাস।


কবিতা মঙ্গল-বাণী, বরাভয় জীবনের পথে
উজ্জ্বল আলোর রেখা নিকষ আঁধারে;
বর্ণিল শব্দ-ভাণ্ডার, রংধনুর স্নিগ্ধ বর্ণচ্ছটা,
অমিত শক্তির বিচ্ছুরণ অন্ধকারে।


২২/০৭/২০২১
মিরপুর, ঢাকা।