ভালোবাসা- খরস্রোতা, বুনো এক নদী,
পাহাড়ের বুক চিড়ে পথ চলে দ্রুত;
সকল বন্ধন কেটে বহে নিরবধি,
অপার আনন্দে ছোটে উল্লাসে; সতত।
ঢেউয়ের উচ্ছ্বল তালে ভেঙে দুই পাড়,
ক্রমশঃ বর্ধিত করে বিশ্বাসের স্রোত;
কুলুকুলু ছুটে চলে দুরন্ত দুর্বার,
ভেঙে ফেলে সম্মুখের প্রতিবন্ধ-পোত।


স্রোতহীন নদী জল শীর্ণকায়া হয়.
অকালে হারিয়ে যায় মরুর গহ্বরে;
ভালোবাসাহীন হৃদি নিষ্ঠুর, নির্দয়!
মুখ থুবরে পড়ে থাকে বালুকার চরে।
জাগে যদি বুনো প্রেম উচ্ছ্বাসে দুর্বার,
আলোকিত হয়ে ওঠে জগত-সংসার।


২৭/০৬/২০২১
মিরপুর, ঢাকা।