সব সত্য সাহিত্য হয় না;
কিন্তু, সকল সাহিত্য সত্যহীন নয়।
সত্যকে হৃদয়ে ধরে সব সাহিত্যিক
অনন্ত কল্পনা করে।
সত্য যদি মূখ্য হয়, সাহিত্য তখন
মানুষের মনে স্বপ্ন আঁকতে পারে না।
আমাদের সকল সাহিত্য
আনন্দ এবং বেদনায় মিশ্রিত,
সুখের সমস্ত কথা বড়ো সাময়িক;
বিদ্যুতের ঝলকের মতো
আলোকিত করে তোলে বিস্তৃত অঞ্চল;
তার স্থায়িত্বের কাল বুদ্বুদ সমান।
মনে দাগ কাটার মতোন যত সাহিত্যের কথা
সুযোগ পেলেই পরস্পর করে বিতরণ;
সে সকল সাহিত্যের অমিয় উদ্গম হয়
বেদনা বিধৌত বীজ থেকে। বিরহের ব্যাকুলতা
সত্যের মন্থনে সৃষ্ট অমর বারতা নিয়ে,
কল্পনার রঙ দিয়ে
এঁকে যাওয়া এক চিত্রকল্প অমর সাহিত্য।


১৮/০৬/২০২১
মিরপুর, ঢাকা।