পাথরে ফোটালে অনল কুসুম
        কে তুমি? কে তুমি বিনোদিনী?
রূপের ঝর্ণা বহালে ভুবনে
         বুক চিড়ে ওই নির্ঝরিনী॥

তোমার মোহন আঁখির বাণে
সুরের ছন্দ জাগে যে প্রাণে
বকুল গন্ধে ছুটে আসে যে
        ভ্রমরী বাজায়ে শিঞ্জিনী॥

বাতাস গলিয়া শিশির জমেছে
        বিন্দু বিন্দু ঘাসের 'পরে,
বিবাগী হৃদয়ে তোমার মূরতি
        বৃষ্টি ধারায় অঝোরে ঝরে।

ভুলেছি সকল প্রাণের চাওয়া
তোমার পরশে হবে যে পাওয়া
মর্মের চোখে দেখে তোমাকে
        দূর অচেনাকে নিচ্ছি চিনি॥

২৯/০৬/২০২১
মিরপুর, ঢাকা।
(গীতিকবিতা)