শোক-দিবস (পঞ্চপদী)
--------------------
রাস্তার ধারে খাবারের লাইন, কাঙালিভোজ নাকি?
বন্ধুকে দেখে বলছে টোকাই- 'আয়, মাগনা পাওয়া যায়,
শেখ মুজিবের মৃত্য-দিবস, তুই তাঁরে চিনোস নাকি?
প্রতিদিন হোক পনেরই আগস্ট এই বস্তির রাস্তায়'!
'শোক-দিবস হোক শক্তির উৎস'- বিশ্বাস বুকে রাখি।
×××××××××××××××××××××××


মুক্তিযোদ্ধা (পঞ্চপদী)
------------------
একাত্তরের তীব্রদহন শতবার এসে কয়-
দৃপ্ততেজে জ্বলে উঠো ফের, মুক্তিযোদ্ধা হে!
অত্যাচারীর শাসন-শোষণ করে দাও সব লয়,
অমিত সন্তান শত্রুজয়ী বাংলার বুকে রে,
তোমার জ্যোতির আলোক-ধারা জাগুক বিশ্বময়।


১৯/০৮/২০২১
মিরপুর, ঢাকা।