শূন্যতার খেলা চলে চারিদিকে। মৃত্যুর মিছিল
ক্রমাগত দীর্ঘতর। আকস্মিক ব্যাধিবীজে আজ
তছনছ করে দেয় আমাদের সাজানো সংসার।
একদিকে হাহাকার, অন্ধকার; বাঁচার তাগিদে
ছুটে চলে শহরের মানুষেরা মোহের বন্ধন
ছিঁড়ে গ্রামে। কোনমতে শুধু টিকে থাকার আশায়
তারা ফিরে যায়, পাড়াগাঁয় অশ্রুজলে সিক্ত হয়ে।
অন্যদিকে, ভিন্ন খেলা। মদ্যপের লোভাতুর চোখ
নারীদেহে খোঁজে ফেরে উন্মাদের রিরংসার সুখ।
হত্যা, রাহাজানি বাড়ে। একরত্তি আনন্দের আশা
করে বিসর্জন দেয় কষ্টে অর্জিত মান-সম্মান!
শতাব্দির অন্যায়ের ফলশ্রুতি, নেমে আসে ব্যাধি;
দুর্বিনীত চাবুকের যেনো আক্রোশে আঘাত হানে।
তবুও, মৃত্যুকে ভুলে মানুষেরা উদ্ধত, দর্পিত।


১৬/০৮/২০২১
মিরপুর, ঢাকা।