মানুষ জনম শুদ্ধ করতে
      আত্মসাধন করো রে মন।
মাথায় টুপি, পাঞ্জাবিতে
      হয় না ভবে কেউ সাধুজন॥


বড়ো দাড়ি, সাদা লেবাস
দেখলে ভাবে মানুষটি খাস
(তার) দোজখেতে হয় বসবাস
      যদি হয় সে মন্দ কুজন॥


সুন্দর বুলি, সুন্দর দেহে
      সুন্দর মানুষ হয় না কেহ;
অসৎপথে খায় যদি সে
      চর্ব চোষ্য লেহ্য পেয়।


চিত্ত শুদ্ধছাড়া মানুষ
থাকে না যে তার কোন হুঁশ
যে জন লোভে খায় শুধু ঘুষ
       শয়তানকে সে ভাবে স্বজন॥


১০/০৯/২০২১
মিরপুর, ঢাকা।