দ্বন্দ্বের মাঝে কবি থাকে না যে, সন্দেহ নাই মনে;
তবুও, সত্য দ্বিধাহীন বলে, তীব্র উচ্চারণে।
সত্যের বুলি ওঠে চুল খুলি', কেউতো হয় না খুশি,
বন্ধুরা সবে শত্রু ভেবেই মারতে চায় যে ঘুসি।
যতো বলে কবি, 'সত্যকে দেখি দিব্যালোকের মতো,
কে'বা হলো খুশি, কেইবা বেজার ভাবি নাতো অতশত।
বিশ্বাস করি- প্রেম ও ভক্তি সত্যের মতো খাঁটি,
তাইতো, হৃদয়ে ধরে রাখি তারে খুব করে পরিপাটি'।


ভাবে নাতো কবি দিনে দিনে বাড়ে শত্রুর আনাগোনা,
লোভী-সন্ত্রাসী সহজ সুযোগে গৃহমাঝে দেয় হানা।
সরলেরা মরে গরলের হাতে দেখেছি পঁচাত্তরে,
ভীষণ ট্রাজেডি ইতিহাস গড়ে বাংলার প্রতিঘরে।
সত্যের সাথে থেকেছিলো বলে গ্রীসের সক্রেটিস,
মৃত্যুবরণ করেছিলো জ্ঞানী, পিয়ে হেমলক বিষ।


মরণের ভয়ে সত্যকে ছেড়ে পিছপা হয়ো না মন,
আঁধারের মাঝে সত্যের বাণী আলোকের দর্শন।
সুন্দর যতো পৃথিবীর বুকে কবিদের বুকে রয়,
নিসঙ্কোচের পতাকার নিচে সত্যের কথা কয়।
চির-সুন্দর গতিময় ধারা সত্যের কবি যতো,
মোহের লোভেতে মিথ্যার কাছে হয় না যে অবনত।


১৮/০৯/২০২১
মিরপুর, ঢাকা।