পয়মন্ত দুটো বর্ষা নিস্তরঙ্গভাবে চলে গেলো
সুন্দর পৃথিবী থেকে। চোখ মেলে দেখেনি জলের
শান্ত, স্নিগ্ধ কোমল শরীর, অনাবিল চৈতন্যের।
ভীতসন্ত্রস্ত ছিলাম করোনার ভয়ে এ শহরে,
স্বেচ্ছাবন্দি হয়ে ইটের খাঁচায়। সবুজাভ ক্ষেত
বিস্তৃত অঞ্চল জুড়ে পরিপাটিভাবে শুয়ে থাকে
আদিগন্ত পা ছড়িয়ে; বৃষ্টিস্নাত বাতাসের তোড়ে
ছিন্ন খঞ্জনার মতো নেচে যায় ইন্দ্রের সভায়।
জানালার ভারি পর্দার আড়ালে দেখি, জলবতী
মেঘ ধীরে ধীরে উড়ে যায় দূরে, অজানার দেশে।
মেঘেদের সাদা পালে অতীতের স্মৃতি ভেসে উঠে-
ধান ক্ষেত, কোষা নাও, বৈঠা-লগি, শাপলা শালুক;
আর হাসিময় মুখ, জলের উপরে যার ছবি!
কবির মনের মাঝে স্থায়ীভাবে ছাপ মারা আছে।


০২/০৮/২০২১
মিরপুর, ঢাকা।