সুন্দর      রূপের ধারা
করেছে     আত্মহারা
হয়েছি      ঘরের বাহির অন্ধকারে।
আমায়     পাড়া-পড়শী মন্দ বলুক
             ভয় করি না নিন্দাটারে।
খুঁজেছি     অরূপের রূপ বিশ্ব মাঝে পাই না তাঁরে।


পৃথিবীর    মরিচিকায়
এ মন      খুঁজে বেড়ায়
দেখে না    সাগর-জলে, দূর-পাহাড়ে।
কতো       মুনি-ঋষি ধরতে অধর
              জীবন কাটায় হাহাকারে।
খুঁজেছি      অরূপের রূপ বিশ্ব মাঝে পাই না তাঁরে।


ছলনায়      ভরা এ মন
তবুও        অরূপ রতন
কামনা      করে তাঁরে বারে বারে।
কিন্তু সে     জীবন মাঝে আসে না যে
              ডাকে না তো চোখের ঠারে।
খুঁজেছি      অরূপের রূপ বিশ্ব মাঝে পাই না তাঁরে।


০৮/১০/২০২১
মিরপুর, ঢাকা।
(গীতিকবিতা)