সমুদ্রকে রত্নাকর নামে অবহিত
করে বাঙালি কবিরা; দৃঢ় আকাঙ্ক্ষায়,
রণে, পণে। ভুবনবিজয়ী কবিগণ
দুর্দান্ত প্রেমের কাব্যরত্ন সংগ্রহের
জন্য; যতো জলপথ-রাজপথ ছিলো
মুগ্ধ সংস্কৃত-দেয়ালে অবরুদ্ধ; তাঁরা
সর্বত্যাগী বীরত্বের পরাকাষ্ঠা নিয়ে,
এক ঝটিকায় এলোমেলো করে দিলো।
শ্যামল শষ্যশোভনা প্রকৃতির আলো
বাঙালি কবির চোখে অপরূপ তেজে
বিকশিত হলো। স্নিগ্ধ ধনধান্যময়ী!
রাজরাজেশ্বরীরূপে আলোকিত করে
তোলে নগরভবন। বিদ্রোহী কবিত্বে
অনন্য উজ্জল বিদ্যাপতি, চন্ডীদাস।


১৮/১০/২০২১
চর বাউশিয়া, মুন্সিগঞ্জ।