ঈশ্বর-প্রেম, প্রকৃতির প্রেম জীবপ্রেমে যদি আসে,
তাবৎ পৃথিবী হেসে উঠবে যে মানবিক উল্লাসে।
প্রেমের দেবতা মানুষের মনে বাজালে অতুল বাঁশি,
পৃথিবী তখন স্বর্গতুল্য, সুখ ঝরে রাশিরাশি।
মানবিক সুরে অনাবিল গান ছুটে যদি উদ্দামে,
ঈশ্বর-প্রেম তাঁর চেতনায় শত ধারা হয়ে নামে।
পরস্পরের দ্বন্দ্বেতে যারা ঈশ্বর খুঁজে যায়,
ঈশ্বর ভুলে স্বার্থ-কথায় দ্বন্দ্ব বাড়ায়, হায়!


২৮/০৯/২০২১
মিরপুর, ঢাকা।