জন-ভোটের রাজনীতিতে
      সিল মারনের উৎসবে!
সরকার ও বিরোধী দলে
ইট-পাটকেল, গুলি চলে;
      জনতা রয় চুপ সবে।


ভোটের বাক্স ছিনতাই হয়,
শক্তিধরে তখন যে কয়-
      'ভোট হয়েছে সুন্দর ও সুষ্ঠু'!
জনতা কয়- 'চোখের দেখা
ভোটের বাক্স রক্তে মাখা',
      বিজয়ী কয়, 'চুপ কর্ সব দুষ্টু'।


ভোটের আগে উন্নয়নের
      প্রতিশ্রুতি দেয় যে ভুরিভুরি।
ভোটের শেষে নীরব সবাই,
ওসব কথায় মিল কোন নাই;
      ব্যস্ত সবাই করতে পুকুর চুরি।


হায় জনতা! ভোটের খেলা
খেলতে খেলতে গেলো বেলা!
      রও একেলা দাবার গুঁটির মত।
রাষ্ট্রনীতির কমিডিতে
যাচ্ছো নেচে দিনে-রাতে
      লোভী নেতার সাথে অবিরত।


০৯/১০/২০২১
মিরপুর,