পুঞ্জিভূত ভালোবাসা হয়ে যাক ক্ষয়,
কখনো চাহে না কেহ। তাই, দূরে থাকে।
নিজেকে একেলা রাখে। চঞ্চল হৃদয়
কতো ছল করে ঢেকে রাখে বেদনাকে।
সমুদ্রজলের কাছে সারস্বত মন
নদী হয়ে বয়ে যায়। এঁকেবেঁকে চলে
চিরে ফসলের ক্ষেত, পাহাড় ও বন;
অতঃপর, লুপ্ত হয় রুক্ষ মরুতলে।
সাগর জোয়ারে ভাসে জীবনের সুখ
উত্তাল ঊর্মির ঘাতে। রূপকথা-প্রেম
ভেসে যায় বহুদূরে। তবুও, উন্মুখ
থাকে প্রজাপতি মন, এই জানিলেম।
সঞ্চিত বিপুল ব্যথা জলোচ্ছ্বাস হয়ে
সুদূরে ভাসিয়ে নেয়, যা আছে হৃদয়ে।


২২/১১/২০২১
শাহবাগ, ঢাকা।