কোন কোন হাসির ভেতরে
বিস্মিত দুঃখেরা মিলে অবিরাম খেলে,
কোন কোন দুঃখের ভেতরে
হাসির ফোয়ারা বাঁধাহীন পাখা মেলে।
সব কথা সত্যি নয়,
সব স্বপ্ন সবুজ হয় না কভুও;
অভিমান আর ভালোবাসা,
প্রেম-ঘৃণা-ভয় পাশাপাশি চলে তবুও।
খুব যারে ভালোবাসি পৃথিবীর বুকে,
বলাতো যায় না তারে, 'তোমাকেই ভালোবাসি',
বিবর্ণ মুহূর্তে এসে বলে না তো কেউ,
'এসো, পাশাপাশি হাঁটি; প্রাণ খুলে হাসি'।
সুদূরের নীলিমার মতো
এ জীবন শূন্যতায় মেঘেদের কারিকুরি খেলা,
রোদের উৎফুল্লতা আর বৃষ্টির বিষন্ন গান,
এই আসে, এই যায় এই জীবনের সারাবেলা।


৩০/১১/২০২১
শাহবাগ, ঢাকা।