পাহাড়ের বুক চিরে ঝর্ণা নেমে আসে,
শত বাঁকে ছুটে চলে নদী জলবতী।
মরুর প্রচাপে নদী চরম হতাশে
ম্রীয়মান হয়; যেন দুঃখের আরতি।
রাজনীতি, শোক-তাপ, অসুখ-বিসুখ
কিছুতেই ভয় নেই জীবনে তখন;
চন্দ্রভূক অমাবস্যা ক্রমশ উন্মুখ,
মৃত্যুস্রোতে টেনে নেয় সমস্ত অর্জন।
নাগরিক জীবনের রঙিন বন্দরে
পানশালার হুল্লুর, আনন্দ-চিৎকার;
অনিকেত মানুষের হৃদয় কন্দরে
আনন্দ-ঝংকার-সুর তোলে না তো আর।
স্বপ্ন বুননের গল্প কুয়াশা-চাদরে
আবরিত করে জীবনের চরাচরে।


০১/১২/২০২১
শাহবাগ, ঢাকা।