স্বল্পপ্রজ কবি তিনি, জলেতে জ্বেলেছে
আগুনের শিখা এ বাংলাতে একবার;
তেজোদীপ্তের অক্ষরে শ্লোগানে বলেছে-
'এখন যৌবন যার মিছিলে যাবার
তার শ্রেষ্ঠ সময়'। নিষিদ্ধ কাব্যকথা
সমুজ্জ্বল ইতিহাস গড়ে বিশ্বময়।
আগুন ঝরানো বঙ্গে, ভেঙ্গে নীরবতা
শ্লোগানে মুখর দৃপ্ত সতেজ হৃদয়।


সেই কবি আছে আজো নীরবে-নিভৃতে,
একা একা। কবিদের বাসনা দুর্বার!
মানবিক বসবাস মানুষের চিতে;  
ফিনিক্স পাখির ন্যায় জন্ম লভিবার।
সময়ের বরপুত্র হেলাল হাফিজ,
জতুগৃহে সৃষ্টি করে প্রেম-সরসিজ।


০৩/১২/২০২১
শাহবাগ, ঢাকা।