বিরোধের ঝড় ধুলোর মতোন ওড়ে'
আঁধিয়ারে ঢাকে শত মঙ্গল-বাণী;
আশার পাতারা প্রবল বায়ুর তোড়ে
উড়ে যায় দূরে; পাখি করে কানাকানি।


আজি কি হলো রে প্রলয়-নৃত্য দোলা?
দুলিছে পৃথিবী ক্ষ্যাপার চিত্ত খুলে!
যুক্তির পথ নাই কি রে আজ খোলা?
হিংসা-বিদ্বেষ জ্বলছে মর্মমূলে।


কথায় কথায় আগুন জ্বালায় জলে,
সত্যকে ঠেলে বিরোধের তীর হানে;
নিজের স্বার্থে ভুল পথে যায় চলে,
মুগ্ধচিত্তে চলে না আলোর পানে।


বিন্দুর মাঝে সিন্ধুকে দেখে রোজ-
উথাল পাথাল ঊর্মিল জলধারা;
সত্যের বাণী করে নাতো কেউ খোঁজ,
অষ্টপ্রহর মোহেতে আকুলপারা।


তোমার নয়নে আজ কামনার বীজ,
বলো,কিভাবে ফলাবে পবিত্র ফল?
কিভাবে ফলাবে প্রীতি, প্রেম-সরসিজ
ঢেলে দাও যদি হিংসা-বিদ্বেষ-জল?


সন্দেহ যদি ক্রমে হয় বিস্তার,
সূর্যকরেও দেখাবে না ঠিক পথ;
কালো আমাবস্যার ঘন আন্ধার
ঢেকে দেবে মন, সততার হিম্মত।


সত্যকে খোঁজ আজ সুন্দর মনে,
অহমিকা-রাগ ছেড়ে পথে-প্রান্তরে;
বসবাস হবে জেনো আলোর ভুবনে,
হাসিখুশি প্রেমে রবে পৃথিবীর 'পরে।


ক'দিন রহিবে বলো পৃথিবীর ধামে?
অথবা, কি নিয়ে যাবে, সেই শেষদিন?
মানুষের মাঝে রহো মানুষের প্রেমে,
এ সম্পর্ক থাক চির অমলিন।


১৯/১২/২০২১
মিরপুর ঢাকা।