এই মানুষের জীবন-জলার ঢেউ
দেখলো না কেউ; বিমুগ্ধ, স্নিগ্ধ-নয়নে।
শয়নে-স্বপনে তটরেখা খুঁজে যায়,
নিরুপায় হয়ে। জীবনের প্রতিক্ষণ
শুধুই ক্রন্দন করে। কাঁদে বারেবারে
হাহাকারে পৃথিবীর বেলা-অবেলায়।
চলে যায় সকলেই সময়ের টানে;
আকাশের পানে, দুরন্ত পাখির মতো;
নিরন্তর, অবিরত। হায়! উড়ে যায়,
দূর অজানায়; ধূসর বসতি থেকে
দূরে এঁকেবেঁকে, সীমাহীন নীলিমায়।
কিন্তু, হায়! জীবনের এ অমোঘ খেলা,
কেউ অবহেলা করতে পারে না কভু।
তবু, ছোটে অবিরল, নূতন আশায়।


১৯/১২/২০২১
মিরপুর, ঢাকা।