হতচ্ছাড়া! আবার কোথায় গেলি?
দিন নেই, রাত নেই
মান নেই, জাত নেই
সারাদিনই কণ্ঠ ফুলিয়ে শুধুই শ্লোগান দিলি।
হতচ্ছাড়া! আবার কোথায় গেলি?
গায়ে তোর জামা নেই
সুযোগের মামা নেই
তোর পেটে ভাত নেই
আরামের রাত নেই
তবুও যে, সারাদিন ঘুরিস ফিরিস অলিগলি।
হাতচ্ছাড়া! আবার কোথায় গেলি?


বস্তিতে মা বসে গালে হাত দিয়ে ভাবে;
বিকেলে ছেলে এলে, কী দিয়ে ভাত খাবে?
তেল-নুন, চাল-ডাল
দাম বেড়ে বাড়ছে আকাল
পরশীদের কথাতে আজ বড় বেশি ঝাল
এই সময় সংসার ছেড়ে তুই কই পালালি?
হতচ্ছাড়া! আবার কোথায় গেলি?


ওরে হতচ্ছাড়া! দে শ্লোগান জোর কণ্ঠে
জাহাজ ভিড়বে আজ প্রকৃত মুক্তির উপকণ্ঠে
মাস্তুলে তুলে দে বিশ্বাসের বহ্নিশিখা
ভেঙে দিয়ে জীবনের অহমিকা
ফিরে আয় তুই ফিনিক্সের পাখা মেলি।
হতচ্ছাড়া! আবার কোথায় গেলি!


০৮/১২/২০২১
মিরপুর, ঢাকা।