একটি ডালে দু'টি পাতা-
বাংলাদেশ ও ভারত-মাতা।
পদ্মা-মেঘনা, গঙ্গা-জল
বয়ে চলে অবিরল।


এক আকাশ ও বায়ু একই
সেসব নিয়ে কাব্য লেখি।
ভালোবাসার উজান টান
কাব্যে আনে জোয়ার বান।


লিখবো মিলেমিশে সব
আনবো প্রেমের মহোৎসব।
বাংলা ভাষা যতোদূর
বাজবে বাঁশি সুমধুর।


অটুট প্রেমের শুভ্রতায়
সৌহার্দের মুগ্ধতায়
রাখবো ধরে তারই রেশ;
জয়তু ভারত-বাংলাদেশ।


৩০/১২/২০২১
মিরপুর ঢাকা