সবকিছু তোর দে বেচে মন রাখিস না আর দেনা।
দে বেচে দে জমিজমা সাধের বালাখানা॥
আলু-পটল, কুমড়ো বেচিস; বেচিস সোনাদানা।
তুই কখনও বেচিস নারে হাতের কলমখানা॥
নিঃস্ব হলে বিশ্বমাঝে হইবি রাজার রাজা।
হিসাব যতোই কমবে রে তোর জীবন হবে তাজা॥
জামা-কাপড়, হাঁড়ি-পাতিল, বেচিস মোটরখানা।
সুখের লোভে সবুজ মনের স্বপ্ন বেচিস না॥
স্বপ্ন যে তোর জীবন-মরন বাঁচার সম্ভাবনা।
সব বেচে দিস এই দুনিয়ায় শরম বেচিস না॥
ঘরবাড়ি তোর ঠুনকো জিনিস; এই আছে, এই নাই।
তার মোহেতে দিনেরাতে ঘুরিস বেহুদাই॥
শ্রম বেচে দিস, ঘাম বেচে দিস, ভাবনা বেচিস না।
অপমানের যন্ত্রণায়ও অশ্রু বেচিস না॥
অশ্রু যে তোর মহাসাগর জলের স্বচ্ছ কণা।
দুঃখ মোছার সোনার রুমাল বাঁচার প্রবর্তনা॥
সবকিছু আজ বেচে দিয়ে কিন্ রে সুখের বাড়ি।
অপেক্ষাতে যেথায় একজন হাস্যমূখর নারী॥


০৫/০১/২০২২
মিরপুর, ঢাকা।